
এসো গড়ি উন্নয়ন সংস্থা একটি স্বেচ্ছাসেবী ও জনকল্যানমুলক সংস্থা, সরকারী ও বেসরকারী বিভিন্ন উন্নয়ন কাজের সাথে জড়িত হয়ে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করে আসছে। নোয়াখালী জেলার ২০২৪ বন্যা পরিস্থিতিতে সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, বেগমগঞ্জ, সদর ও কবিরহাট উপজেলায় সংস্থার ৯টি শাখার কার্যএলাকায় প্রায় ২৫,০০০ হাজার হতদরিদ্র পরিবার বর্তমানে বন্যা কবলিত হয়ে পড়ে। এ সকল পরিবারে জরুরী ভিত্তিতে নিরাপদ খাবার পানি, সুষম খাবার, ঔষধ ও স্যানিটারি দ্রব্য প্রয়োজন হয়ে পড়লে সংস্থা দূর্গতদের পাশে অবস্থান নেয় যাতে পরিস্থিতি মোকাবিলা সহজ হয় এবং পরবর্তী পূনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত হয়।
প্রকল্পের কার্যক্রমঃ
– বন্যা পরিস্থিতিতে দূর্গতদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা।
– নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা।
– দূর্গম এলাকায় শুকনা খাবার পৌঁছে দেয়া।
– ঔষধ ও স্যানিটারি দ্রব্য পৌঁছে দেয়া।
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আবদুল আউয়াল
প্রধান নির্বাহী কর্মকর্তা
এসো গড়ি উন্নয়ন সংস্থা।